অাকাশ জাতীয় ডেস্ক:
বগুড়ার নন্দীগ্রামে পৃথক অভিযান চালিয়ে ৮২ ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। রবিবার বেলা ১১টার দিকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃত তিনজন হলেন, নন্দীগ্রাম পৌর এলাকার হিন্দু পাড়ার নিরেন চন্দ্র মহন্তের ছেলে সঞ্জয় কুমার মহন্ত, ধিরেন্দ্র নাথ মহন্তের ছেলে গিরেন চন্দ্র মহন্ত ও তার ছেলে পিয়াস কুমার মহন্ত।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের খেংশহর ও পৌর এলাকার পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে থেকে তাদের আটক করা হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসির উদ্দিন জানান, গোপন খবরের ভিত্তিতে আটক তিনজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে
আকাশ নিউজ ডেস্ক 
























