ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

পুরস্কার নিতে এসে লাশ শিশু শিক্ষার্থী

অাকাশ জাতীয় ডেস্ক:

মানিকগঞ্জ শহরের হলি ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল ৫ মার্চ। সেই প্রতিযোগিতায় চকলেট খাওয়া ও একশ মিটার দৌড়ে অংশগ্রহণ করে প্রথম হয়েছিল সদর উপজেলার উকিয়ারা গ্রামের সোহেল রানার একমাত্র কন্যা প্লে-গ্রুপের পাঁচ বছরের শিক্ষার্থী ইফশিতা রানা।

শনিবার ছিল স্কুলটির ওই ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান।

এই অনুষ্ঠানের উপস্থিত হয়ে প্রথম পুরস্কার নেয়ার জন্য সকালে ঘুম থেকে উঠে স্কুলের আসার জন্য মায়ের কাছে বায়না ধরে আসছিল ইফশিতা। বাবার কাছ থেকে যাওয়া আসার খরচ নিয়েছিল আদরের কন্যাটি। তখনও মা বুঝেননি আজকের দিনটি হবে আদরের একমাত্র কন্যার জন্য শেষ দিন। আর ফিরবে না বাড়িতে, আর ডাকবে না আম্মু আম্মু করে। ইফশিতা ঠিকই ফিরেছে নিজ বাড়িতে তবে মায়ের কোলে চড়ে না, লাশবাহী গাড়িতে করে।

বিকালে ৫টায় সদর উপজেলার উকিয়ারা গ্রামে নিহত ইফশিতার বাড়িতে গিয়ে দেখা যায়, নিহত ইফশিতাকে লাশবাহী খাটে শুইয়ে রাখা হয়েছে। খাট ধরে কান্না করছেন স্বজনেরা। যেন বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র কন্যাকে হারিয়ে বাবা সোহেল রানা শোকে স্তব্ধ। আর নিজ চোখে একমাত্র মেয়ের মৃত্যু দেখে একটু পরপর কান্নায় ভেঙে পড়ছেন মা শামীমা আক্তার।

এ সময় নিহত ইফশিতার মা শামীমা আক্তার দৈনিক আকাশকে জানান, সকাল ১০টায় হলি ফ্লাওয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রথম পুরস্কার আনতে একমাত্র মেয়েকে নিয়ে বাসস্ট্যান্ড থেকে ব্যাটারিচালিত হেলোবাইকের উঠেন তিনি। এরপর হেলোবাইকটি বিজয় মেলার মোড়ের অদূরে স্কুল গেটে পৌঁছালে মেয়েকে নিয়ে গাড়ি থেকে নেমে ভাড়া দেয়ার সময় বেউথাগামী দ্রুতগতির আরেকটি হেলোবাইক ইফশিতাকে চাপা দিয়ে টেনে নিয়ে যায়। পরে স্থানীয়রা ইফশিতাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ হলি ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা দৈনিক আকাশকে জানান, হলি ফ্লাওয়ার স্কুলের প্লে-গ্রুপের শিক্ষার্থী ইফশিতা রানার মৃত্যুর জন্য একমাত্র হেলোবাইক চালক দায়ী।

তিনি অভিযোগ করেন, স্কুল থাকা সত্বেও বেউথাগামী হেলোবাইক চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালায়। এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় ইফশিতা মারা যাওয়ায় স্কুলের সকল শিক্ষক শোকাহত।

তার মৃত্যুতে রবিবার হলি ফ্লাওয়ার স্কুলে একদিনের শোক ঘোষণা করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, দুর্ঘটনার পর হেলোবাইক চালক তার গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

এ ব্যপারে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে পালিয়ে যাওয়া হেলোবাইক চালককে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান ওই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

পুরস্কার নিতে এসে লাশ শিশু শিক্ষার্থী

আপডেট সময় ১২:০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

মানিকগঞ্জ শহরের হলি ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল ৫ মার্চ। সেই প্রতিযোগিতায় চকলেট খাওয়া ও একশ মিটার দৌড়ে অংশগ্রহণ করে প্রথম হয়েছিল সদর উপজেলার উকিয়ারা গ্রামের সোহেল রানার একমাত্র কন্যা প্লে-গ্রুপের পাঁচ বছরের শিক্ষার্থী ইফশিতা রানা।

শনিবার ছিল স্কুলটির ওই ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান।

এই অনুষ্ঠানের উপস্থিত হয়ে প্রথম পুরস্কার নেয়ার জন্য সকালে ঘুম থেকে উঠে স্কুলের আসার জন্য মায়ের কাছে বায়না ধরে আসছিল ইফশিতা। বাবার কাছ থেকে যাওয়া আসার খরচ নিয়েছিল আদরের কন্যাটি। তখনও মা বুঝেননি আজকের দিনটি হবে আদরের একমাত্র কন্যার জন্য শেষ দিন। আর ফিরবে না বাড়িতে, আর ডাকবে না আম্মু আম্মু করে। ইফশিতা ঠিকই ফিরেছে নিজ বাড়িতে তবে মায়ের কোলে চড়ে না, লাশবাহী গাড়িতে করে।

বিকালে ৫টায় সদর উপজেলার উকিয়ারা গ্রামে নিহত ইফশিতার বাড়িতে গিয়ে দেখা যায়, নিহত ইফশিতাকে লাশবাহী খাটে শুইয়ে রাখা হয়েছে। খাট ধরে কান্না করছেন স্বজনেরা। যেন বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র কন্যাকে হারিয়ে বাবা সোহেল রানা শোকে স্তব্ধ। আর নিজ চোখে একমাত্র মেয়ের মৃত্যু দেখে একটু পরপর কান্নায় ভেঙে পড়ছেন মা শামীমা আক্তার।

এ সময় নিহত ইফশিতার মা শামীমা আক্তার দৈনিক আকাশকে জানান, সকাল ১০টায় হলি ফ্লাওয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রথম পুরস্কার আনতে একমাত্র মেয়েকে নিয়ে বাসস্ট্যান্ড থেকে ব্যাটারিচালিত হেলোবাইকের উঠেন তিনি। এরপর হেলোবাইকটি বিজয় মেলার মোড়ের অদূরে স্কুল গেটে পৌঁছালে মেয়েকে নিয়ে গাড়ি থেকে নেমে ভাড়া দেয়ার সময় বেউথাগামী দ্রুতগতির আরেকটি হেলোবাইক ইফশিতাকে চাপা দিয়ে টেনে নিয়ে যায়। পরে স্থানীয়রা ইফশিতাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ হলি ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা দৈনিক আকাশকে জানান, হলি ফ্লাওয়ার স্কুলের প্লে-গ্রুপের শিক্ষার্থী ইফশিতা রানার মৃত্যুর জন্য একমাত্র হেলোবাইক চালক দায়ী।

তিনি অভিযোগ করেন, স্কুল থাকা সত্বেও বেউথাগামী হেলোবাইক চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালায়। এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় ইফশিতা মারা যাওয়ায় স্কুলের সকল শিক্ষক শোকাহত।

তার মৃত্যুতে রবিবার হলি ফ্লাওয়ার স্কুলে একদিনের শোক ঘোষণা করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, দুর্ঘটনার পর হেলোবাইক চালক তার গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

এ ব্যপারে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে পালিয়ে যাওয়া হেলোবাইক চালককে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান ওই কর্মকর্তা।