আকাশ বিনোদন ডেস্ক :
সম্প্রতি বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী শ্রিয়া সরণ। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর।
ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে বলিউড লাইফ জানিয়েছে, এ বছরের জুন মাসে বিয়ে সম্পন্ন হতে পারে সোনমের। বিখ্যাত বলিউড অভিনেতা অনিল কাপুর কন্যা সোনম বিয়ে করছেন তার প্রেমিক আনন্দ আহুজাকে।
এছাড়া সোনমের আগামী ছবি ‘বীর দি ওয়েডিং’ এর মুক্তির পরই লন্ডনে বিয়ে অনুষ্ঠিত হবে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
কিছুদিন আগেই বিয়ে প্রসঙ্গে সোনম বলেছিলেন, ‘বিয়েটা তার কাছে একটা ভীষণ সুন্দর মুহূর্ত যার মাধ্যমে কাছের মানুষটির আরও কাছে আসা যায়। দুই পরিবার এক ছাদের তলায় আসে। এটা সত্যইই একটা দারুণ অনুভূতি।’
উল্লেখ্য, বলিউডে বেশ জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। অভিনয় দিয়ে এরই মধ্যে অন্যতমদের কাতারে নাম লিখিয়েছেন এ লাস্যময়ী অভিনেত্রী।
আকাশ নিউজ ডেস্ক 





















