অাকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় রনি হোসেন নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন।
নিহত রনি হোসেন যশোর সদর উপজেলার অলিউর রহমানের ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান, বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যান চালিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে আসছিল রনি। শাহজিবাজার এলাকায় এলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়, তাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রনি হোসেনের মৃত্যু হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























