ঢাকা ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, একজনের মৃত্যু ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত: আসিফ এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, প্রাণে রক্ষা পেলেন রোগীসহ চারজন ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের ‘ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি’:রিজভী রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে : ইসি আনোয়ারুল বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে: মির্জা ফখরুল

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রথম দুই ওয়ানডে বিশ্বকাপের শিরোপাজয়ী তারা, হ্যাটট্রিকও করে ফেলতেন; ভাগ্য সহায় না হওয়ায় শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। সেই ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে থাকবে না— তা কি হয়? অবশ্য তা-ই হতে যাচ্ছিল।

তবে এবার মুখ ফিরে চেয়েছেন ক্রিকেটদেবী। একপশলা বৃষ্টি নামিয়ে ক্যারিবীয়দের বাঁচিয়ে দিয়েছেন তিনি। বৃষ্টি আইনে স্কটল্যান্ডকে ৫ রানে হারিয়ে ২০১৯ বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন তারা।

এদিন উইন্ডিজ-স্কটল্যান্ডের সামনে ছিল একই সমীকরণ। জিতলেই চলে যাবে বিশ্বকাপে। এমন হিসাবের ম্যাচে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তবে শুরুটা ভালো হয়নি তাদের। ইনিংসের প্রথম বলেই সাফিয়ান শরিফের শিকার হয়ে ফেরেন ক্রিস গেইল। খানিক বাদেই তার বলির পাঁঠা হয়ে সাজঘরের পথে হাঁটা ধরেন শাই হোপ।

পরে এভিন লুইস ও মারলন স্যামুয়েলসের ব্যাটে প্রাথমিক ধাক্কা সামলে ওঠে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৮৭ বলে ৬৬ রান করে বিদায় নেন লুইস। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি স্যামুয়েলস। ফিফটি তুলেই ফেরেন এ নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

স্যামুয়েলস ফিরে গেলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। পরের ৬৩ রান তুলতেই শেষ ৭ উইকেট খোয়ায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দলটি। শেষ পর্যন্ত স্কোর বোর্ডে ১৯৮ রান তুলতে সক্ষম হন স্টুয়ার্ট লর শিষ্যরা।

উইকেট ছিল বোলারবান্ধব। তা দারুণভাবে কাজে লাগিয়েছেন শরিফ ও ব্র্যাড হুইল। ৩টি করে উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের ধসিয়ে দেন তারা।

জবাবে সূচনাটা শুভ হয়নি স্কটল্যান্ডের। দ্রুত ৩ টপঅর্ডারকে হারিয়ে শুরুতেই চাপে পড়েন স্কটিটশরা। পরে ক্যালাম ম্যাক্লাউডের সঙ্গে ৪২ ও জর্জ মানজির সঙ্গে ৩৮ রানের জুটি গড়ে দলকে পথে রাখেন রিচি বেরিংটন। ৬৮ বলে ৩৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলে ডানহাতি এ ব্যাটসম্যান ফেরেন আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে। অ্যাশলি নার্সের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফেরেন তিনি।

ম্যাচ গড়ালেও শুরু থেকেই মুখ গোমরা করে বসেছিল হারারের আকাশ। বৃষ্টি আইনে অঘটনের শিকার হতে পারেন-তা টের পেয়ে ক্রিজে এসেই চড়াও হন লিস্ক। দ্রুত রান তোলার চেষ্টা করেন। তবে শেষ রক্ষা হয়নি।

৩২.৫ ওভারে ৫ উইকেটে স্কোর বোর্ডে ১২৫ রান তোলে স্কটল্যান্ড। এর পর বৃষ্টি নামলে আর খেলা গড়ায়নি। ফলে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৫ রানে জিতে যান গেইলরা।

এ জয়ে সবার আগে বিশ্বকাপে ঠাঁই পেল ওয়েস্ট ইন্ডিজ। উঠে গেল ফাইনালে। আর অনাকাঙ্ক্ষিত হারে বিদায়ের ঘণ্টা বাজল স্কটল্যান্ডের।

দ্বিতীয় দল হিসেবে বাছাইপর্ব থেকে বিশ্বকাপে জায়গা পাকা করার সুযোগ আছে জিম্বাবুয়ের। আজ সুপার সিক্সে সংযুক্ত আরব আমিরাতকে হারাতে পারলেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপে আসন করে নেবে গ্রায়েম ক্রেমারের দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ

আপডেট সময় ০৫:২৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রথম দুই ওয়ানডে বিশ্বকাপের শিরোপাজয়ী তারা, হ্যাটট্রিকও করে ফেলতেন; ভাগ্য সহায় না হওয়ায় শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। সেই ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে থাকবে না— তা কি হয়? অবশ্য তা-ই হতে যাচ্ছিল।

তবে এবার মুখ ফিরে চেয়েছেন ক্রিকেটদেবী। একপশলা বৃষ্টি নামিয়ে ক্যারিবীয়দের বাঁচিয়ে দিয়েছেন তিনি। বৃষ্টি আইনে স্কটল্যান্ডকে ৫ রানে হারিয়ে ২০১৯ বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন তারা।

এদিন উইন্ডিজ-স্কটল্যান্ডের সামনে ছিল একই সমীকরণ। জিতলেই চলে যাবে বিশ্বকাপে। এমন হিসাবের ম্যাচে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তবে শুরুটা ভালো হয়নি তাদের। ইনিংসের প্রথম বলেই সাফিয়ান শরিফের শিকার হয়ে ফেরেন ক্রিস গেইল। খানিক বাদেই তার বলির পাঁঠা হয়ে সাজঘরের পথে হাঁটা ধরেন শাই হোপ।

পরে এভিন লুইস ও মারলন স্যামুয়েলসের ব্যাটে প্রাথমিক ধাক্কা সামলে ওঠে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৮৭ বলে ৬৬ রান করে বিদায় নেন লুইস। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি স্যামুয়েলস। ফিফটি তুলেই ফেরেন এ নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

স্যামুয়েলস ফিরে গেলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। পরের ৬৩ রান তুলতেই শেষ ৭ উইকেট খোয়ায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দলটি। শেষ পর্যন্ত স্কোর বোর্ডে ১৯৮ রান তুলতে সক্ষম হন স্টুয়ার্ট লর শিষ্যরা।

উইকেট ছিল বোলারবান্ধব। তা দারুণভাবে কাজে লাগিয়েছেন শরিফ ও ব্র্যাড হুইল। ৩টি করে উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের ধসিয়ে দেন তারা।

জবাবে সূচনাটা শুভ হয়নি স্কটল্যান্ডের। দ্রুত ৩ টপঅর্ডারকে হারিয়ে শুরুতেই চাপে পড়েন স্কটিটশরা। পরে ক্যালাম ম্যাক্লাউডের সঙ্গে ৪২ ও জর্জ মানজির সঙ্গে ৩৮ রানের জুটি গড়ে দলকে পথে রাখেন রিচি বেরিংটন। ৬৮ বলে ৩৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলে ডানহাতি এ ব্যাটসম্যান ফেরেন আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে। অ্যাশলি নার্সের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফেরেন তিনি।

ম্যাচ গড়ালেও শুরু থেকেই মুখ গোমরা করে বসেছিল হারারের আকাশ। বৃষ্টি আইনে অঘটনের শিকার হতে পারেন-তা টের পেয়ে ক্রিজে এসেই চড়াও হন লিস্ক। দ্রুত রান তোলার চেষ্টা করেন। তবে শেষ রক্ষা হয়নি।

৩২.৫ ওভারে ৫ উইকেটে স্কোর বোর্ডে ১২৫ রান তোলে স্কটল্যান্ড। এর পর বৃষ্টি নামলে আর খেলা গড়ায়নি। ফলে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৫ রানে জিতে যান গেইলরা।

এ জয়ে সবার আগে বিশ্বকাপে ঠাঁই পেল ওয়েস্ট ইন্ডিজ। উঠে গেল ফাইনালে। আর অনাকাঙ্ক্ষিত হারে বিদায়ের ঘণ্টা বাজল স্কটল্যান্ডের।

দ্বিতীয় দল হিসেবে বাছাইপর্ব থেকে বিশ্বকাপে জায়গা পাকা করার সুযোগ আছে জিম্বাবুয়ের। আজ সুপার সিক্সে সংযুক্ত আরব আমিরাতকে হারাতে পারলেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপে আসন করে নেবে গ্রায়েম ক্রেমারের দল।