আকাশ স্পোর্টস ডেস্ক:
থাইল্যান্ডে এএফসি মহিলা ফুটসাল চ্যাম্পিয়নশিপের একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। ২ থেকে ১২ মে বাংককে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। চার গ্রুপে বিভক্ত হয়ে লীগভিত্তিক খেলবে ১৫টি দল। তারপর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল খেলা হবে।
বাংলাদেশ এই টুর্নামেন্টে রয়েছে বি-গ্রুপে। এই গ্রুপের অন্য দলগুলো হল- মালয়েশিয়া, ভিয়েতনাম ও চাইনিজ তাইপে। এ-গ্রুপে হংকং, ইন্দোনেশিয়া ও ম্যাকাও, সি-গ্রুপে জাপান, চীন, বাহরাইন ও লেবানন এবং ডি-গ্রুপে রয়েছে ইরান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান।
বাংলাদেশ মহিলা ফুটবলারদের ফুটসালে অভিষেক হবে ২ মে মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ৪ মে ভিয়েতনাম ও ৬ মে গ্রুপের শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে চাইনিজ তাইপের বিপক্ষে। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল যাবে কোয়ার্টার ফাইনালে।
আকাশ নিউজ ডেস্ক 
























