অাকাশ জাতীয় ডেস্ক:
আখাউড়ার কসবা-মন্দবাগ রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪০) এক নারীর মৃত্যু হয়েছে। রেল পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করেছে। সোমবার বিকালে আখাউড়া রেলওয়ে স্টেশনের শাহপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, দুপুরে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ছেড়ে যাওয়া নাসিরাবাদ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ বিকালে ওই নারীর লাশ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আরও জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারীকে বেশ কিছুদিন ধরে কসবা স্টেশন এলাকায় ভবঘুরে হিসাবে ঘুরতে দেখেছেন স্থানীয়রা। মহিলাটি রেললাইন ধরে হেঁটে যাচ্ছিল। একাধিকবার ট্রেনের হর্ণ বাজালেও মহিলাটি রেলপথ থেকে সরে যাননি।
ওসি জানান, লাশের পরিচয় জানার চেষ্টা করছে রেলওয়ে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























