আকাশ বিনোদন ডেস্ক:
অভিনয়ের গুণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চিত্রনায়িকা পপি।একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী মাঝখানে নিজেকে বড়পর্দায় অনুপস্থিত থাকলেও আবারও সিনেমার শুটিংয়ে ফিরলেন। এবার অবশ্য নিজেকে তিনি উপস্থাপন করছেন সম্পূর্ণ ভিন্নরুপে। বড়পর্দা কাঁপানো এই অভিনেত্রী তার সমসাময়িক নায়িকাদের চেয়ে এখনও ব্যতিক্রম। দিনকে দিন তিনি যেনো আরও বেশী আবেদনময়ী হয়ে উঠছেন।
বোঝাই যাচ্ছে নিজের শরীরের যত্ন নিচ্ছেন বেশ। কারণ আগের চেয়ে অনেক স্লিম হয়েছেন নায়িকা। একটা সময় ছিলো রুপালী পর্দায় তার বেশ কদর ছিল। তবে এখনও সেই কদর কমেনি পপির। এবার এফডিসিতে পপি তার নতুন সিনেমা ‘সাহসী যোদ্ধার’ একটি আইটেম গানের শুটিংয়ে অংশ নিয়েছেন।
‘সাহসী যোদ্ধা’ সিনেমার এই আইটেম গানটির দৃশ্য ধারণ হচ্ছে এফডিসিতে। জানা গেছে সিনেমাটির টানা শুটিং চলবে এপ্রিল পর্যন্ত। এফডিসি ছাড়াও সিলেট, কক্সবাজারে এ সিনেমার শুটিং হবে। পপি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন আমিন খান, ইমন ও শিরিন শীলা।
নির্মাতা সাদেক সিদ্দিকী ‘সাহসী যোদ্ধা’ ছবিটি পরিচালনা করছেন। গল্প ও চিত্রনাট্য করেছেন কমল সরকার। এটি প্রযোজনা করছে আনন্দবাজার মাল্টিমিডিয়া।
উল্লেখ্য, বর্তমানে পপি সমসাময়িক নায়িকাদের চেয়ে এখনও ব্যতিক্রম। দিনকে দিন তিনি নিজের শরীরের যত্ন নিচ্ছেন বেশ। কেননা পপি আগের চেয়ে অনেক স্লিম হয়েছেন। দর্শকদের আবেদনে সাড়া দিতে নিজেকে আবারও পর্দায় হাজির করছেন এই নায়িকা।
আকাশ নিউজ ডেস্ক 























