অাকাশ জাতীয় ডেস্ক:
মাদারীপুরের কালকিনিতে একটি বাগান থেকে মো. আলামিন ফকির নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ভাদুরী গ্রাম থেকে আলামিনের লাশ উদ্ধার করার পর পুলিশ বলছে লাশের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত আলামিন (২২) উপজেলার বাঁশগাড়ী এলাকার দক্ষিণ বাঁশগাড়ী (মধ্যচর) গ্রামের শাহ আলম ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে স্থানীয়রা একটি পরিত্যক্ত বাগানে আলামিনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়।
খাসেরহাট থানার এসআই মহিদুল ইসলাম বলেন, নিহতের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
আকাশ নিউজ ডেস্ক 

























