অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
অস্ট্রিয়ায় ইরানি রাষ্ট্রদূতের বাসভবনের বাইরে হামলার সময় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। রবিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
অস্ট্রিয়ার পুলিশের মুখপাত্র হেরাল্ড মুজের বলেছেন, মধ্যরাতের একটু আগে চাকু নিয়ে এক ব্যক্তি ইরানি রাষ্ট্রদূতের বাসভবনে ঢোকার চেষ্টা করে। এতে বাধা দেয়ায় বাসভবনের নিরাপত্তারক্ষীর ওপর হামলা চালায়। পুলিশ মরিচের স্প্রে দিয়ে হামলাকারীকে মোকাবেলার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর নিরুপায় হয়ে হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালান তিনি। গুলিতে ঘটনাস্থলেই মারা যায় হামলাকারী।
নিহত ব্যক্তি অস্ট্রিয়ার নাগরিক। তার বয়স ২৬ বছর। এ হামলায় এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। উল্লেখ্য, গত শুক্রবার ইরানের লন্ডনস্থ দূতাবাসে হামলা চালায় অজ্ঞাতরা। এরপর সেখানকার রাষ্ট্রদূতকে হত্যার হুমকিও দেয়া হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























