আকাশ নিউজ ডেস্ক:
ঐতিহাসিক গ্রাম পা দেহ। সুপ্রাচীন ঐতিহাব্যবাহী গ্রামটি ইরানের সেমনান প্রদেশে অবস্থিত। যেখানে মানব বসিত গড়ে ওঠে তিন হাজার বছর আগে। বর্তমানে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে পা দেহ।
গ্রামটি ঘিরে রয়েছে বালিয়াড়ি, মার্টিন পাহাড়। গ্রাম ঘেঁষে আরও আছে একটি গুহা। যেটা ‘সল্ট টানেল’ বা লবনের সুড়ঙ্গ নামে পরিচিত। দৃশ্যত কারণেই গ্রামটিকে ঘিরে ঐতিহাসিক ও প্রাকৃতিক আকর্ষণ রয়েছে পর্যটকদের।
ইরানের একটি ট্রাভেল কোম্পানি আগামী শুক্রবার গ্রামটিতে একটি পর্যটক দল নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এক দিনের এই ভ্রমণের আয়োজন করেছে দেশটির কালুত ট্রাভেল। শুক্রবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় ভ্রমণ শুরু হবে। ঘোরাঘুরি শেষে বেলা ডোবার পর আবার ফিরে আসবে পর্যটন দলটি।
আকাশ নিউজ ডেস্ক 

























