অাকাশ জাতীয় ডেস্ক:
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে রবিউল ইসলাম (৩৬) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের আহম্মদপুর কারবালা এলাকায় সরকারি মৎস্য খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কৈলারদিয়ার গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে। তিনি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক নাটোর শাখায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শরিফুল ইসলাম জানান, রবিউল ইসলাম পেশাগত কাজে মোটরসাইকেলে দুপুরে নাটোর থেকে বনপাড়া যাচ্ছিলেন। পথে কারবালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ সময় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
আকাশ নিউজ ডেস্ক 






















