আকাশ বিনোদন ডেস্ক:
লাস্যময়ী বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা তার সাড়া জাগানো আবেদনময়ী-থ্রিলার সিনেমা ‘হেট স্টোরি’ তে বেশ খোলামেলাভাবে নিজেকে উপস্থাপন করেছেন। এবার এই ছবির চতুর্থ কিস্তি ‘হেট স্টোরি ফোর’ তৈরি হয়েছে।
গত ২৬ জানুয়ারি ইউটিউবে ছবিটির ট্রেলার প্রকাশিত হয়েছে। এই সিনেমায় একেবারে অন্য চেহারায় সাহসী চরিত্রে দেখা যাবে উর্বশীকে। বিশাল পাণ্ডের এই ছবিতে নিঃসন্দেহে লাস্যময়ী বলিউড এ অভিনেত্রীকে যথেষ্ট আত্মবিশ্বাসীও দেখাচ্ছে।
তবে ছবির ট্রেলারের একটি ডায়লগে উর্বশীকে দ্রৌপদীর সাথে নিজের চরিত্রকে তুলনা করতে শোনা যায়। তিনি বলছেন, মহাভারতে দ্রৌপদীর ৫ জন স্বামী ছিলেন। কিন্তু এখানে তার মাত্র দুই জন স্বামী।
উল্লেখ্য, সিনেমাটিতে উর্বশী একসাথে দুই ভাইয়ের সাথে প্রেম করবেন। কিন্তু এভাবে দ্রৌপদীর চরিত্রের সঙ্গে নিজের তুলনা করায়, এক শ্রেণির দর্শক তা ভালভাবে নেননি। বিভিন্ন রকমের অপমানজনক মন্তব্যের সাথে সাথে বলিউড নায়িকা উর্বশীকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেন দর্শকরা।আগামী ৯ মার্চ ‘হেট স্টোরি ফোর’ ছবিটি পর্দায় মুক্তি পাবে।
আকাশ নিউজ ডেস্ক 























