অাকাশ জাতীয় ডেস্ক:
চাঁদপুর শহরের একটি নির্মাণাধীণ ভবন থেকে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে শহরের মমিনপাড়া এলাকার ওই ভবনের ছয় তলা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত মো. আশিক (২২) নওগাঁ জেলার পুরশা থানার বালা শহীদ এলাকার রমিজ আলীর ছেলে। পুলিশ জানায়, সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ঠিকাদার মো. মিজানুর রহমান ওই ভবনের নির্মাণ কাজ করছেন। এ কাজে তিনি ১০জন শ্রমিক নওগাঁ থেকে এনেছেন। এর মধ্যে আশিকও রয়েছে।
শনিবার রাতে ওই ১০ শ্রমিক রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। এরপর রাতের কোনো এক সময় ওই বাড়ির ছয় তলায় ওপরে সিলিংয়ের রডের সঙ্গে রশি প্যাঁচিয়ে আশিক আত্মহত্যা করে।
চাঁদপুর মডেল থানার ওসি মো. ওয়ালি উল্যাহ ওলি জানান, যুবকের আত্মহত্যার প্রাথমিক কোনো কারণ জানা যায়নি। দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























