অাকাশ জাতীয় ডেস্ক:
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় গ্রামের রেললাইনের পাশে লাউক্ষেত থেকে মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে।
লাশের পরনে প্রিন্টের কালো জামা, গোলাপি রংয়ের সালোয়ার ও গলায় সাদা ওড়না পেঁচানো ছিলো।
মির্জাপুর গ্রামের কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মো. ফোরকান জানান, সকাল সাড়ে ৯টার দিকে কৃষক বেনু মিয়ার জমিতে শ্রমিকরা কাজ করতে যান। এসময় লাউক্ষেতের নিচে অজ্ঞাত যুবতীর লাশ পড়ে থাকতে দেখে চাঁদপুর মডেল থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্যাহ ওলি জানান, যুবতীর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ওই যুবতীর নাম পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























