অাকাশ জাতীয় ডেস্ক:
বগুড়ার শিবগঞ্জে মোবাইল ফোনে ডেকে এনে এক কৃষককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে পুলিশ বাড়ির কাছে একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে তার স্ত্রী মেহের বানু শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত হায়দার আলী (৫০) শিবগঞ্জের রায়নগর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর পূর্বপাড়ার মৃত শুকুর আলীর ছেলে।
পুলিশ ও স্ত্রী মেহের বানু জানান, সোমবার রাতে পাশের দৌলতপুর গ্রামের এক যুবক বাড়িতে এসে হায়দারের খোঁজ করে। এ সময় হায়দার বাড়িতে ছিলেন না। রাত ১০টার দিকে ওই ব্যক্তি মোবাইল ফোনে তাকে ডেকে নেয়। রাতে হায়দার আলী বাড়িতে ফেরেননি। মঙ্গলবার সকালে বাড়ির কাছে একটি আমবাগানে তার লাশ পাওয়া যায়।
শিবগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন জানান, লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের কান দিয়ে রক্ত পড়তে দেখা গেছে।
আকাশ নিউজ ডেস্ক 

























