অাকাশ জাতীয় ডেস্ক:
জয়পুরহাটে হাসপাতালে একদিন বয়সী কন্যাশিশুর লাশ রেখে পালিয়েছে অজ্ঞাত নারী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সোমবার ভোরে জেলা আধুনিক হাসপাতাল থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।এর আগে রোববার রাতে শিশুটি ওই হাসপাতালে মারা যায়।
জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল হক জানান, রোববার রাতে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে অজ্ঞাত এক মহিলা একদিন বয়সী নবজাতক কন্যাশিশুকে চিকিৎসার জন্য নিয়ে আসে। রাতে শিশুটির মৃত্যু হলে ওই মহিলা শিশুটির লাশ ফেলে রেখে হাসপাতাল থেকে গোপনে পালিয়ে যায়। পরে পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। তবে এখন পর্যন্ত ওই অজ্ঞাত মহিলাকে আটক করতে পারেনি পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 
























