অাকাশ জাতীয় ডেস্ক:
জেলার কয়রায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে বামিয়া সরদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইলা রানী ঢালী (২৬) কয়রা উপজেলার ভাগবা গ্রামের বিদ্যুৎ রঞ্জন ঢালীর স্ত্রী ও এক সন্তানের জননী। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়রা উপজেলা যুব উন্নয়ন অফিসের ন্যাশনাল সার্ভিসে প্রশিক্ষণ গ্রহণ করছিলেন ইলা রানী। প্রতিদিনের মতো সোমবার দুপুর ২টার দিকে তার স্বামী বিদ্যুৎ রঞ্জন ঢালী মোটরসাইকেলযোগে তাকে নিয়ে প্রশিক্ষণে অংশ নেয়ার জন্য নিজ বাড়ি থেকে কয়রা যাচ্ছিলেন। পথিমধ্যে বামিয়া সরদার বাড়ি এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুর রশিদ খান বলেন,তিন মাস প্রশিক্ষণের আর মাত্র দুই দিন বাকি থাকতেই তার অকালমৃত্যুতে আমরা শোকহত।
কয়রা থানার ওসি মো. এনামুল হক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























