আকাশ স্পোর্টস ডেস্ক:
টি-টুয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানকে দুইয়ে ঠেলে শীর্ষে উঠে এসেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ওয়ানডে, টেস্টে সাকিব আগের মতো এক নম্বরেই আছেন।
এছাড়া টি-টুয়েন্টির নাম্বার ওয়ান বোলার হয়েছেন রশিদ খান। যিনি সবচেয়ে কম বয়সে ওয়ানডের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে ইতিহাস গড়েছিলেন।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ইনজুরির কারণে সাকিব ছিলেন না। অন্যদিকে ট্রান্স-তাসমান টি-টুয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করেন ম্যাক্সওয়েল।
ম্যাক্সওয়েল রেটিং-পয়েন্টে সাকিবকে বেশ খানিকটা ছাড়িয়ে গেছেন। সাকিবের পয়েন্ট ৩২৬। ম্যাক্সওয়েল ৩৮৯। তিন নম্বরে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, তার পয়েন্ট ২৯২।
জিম্বাবুয়ে সিরিজে দুই ম্যাচে পাঁচ উইকেট নিয়ে টি-টুয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে রশিদ এক নম্বরে উঠেছেন।
এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন আরেক লেগ স্পিনার নিউজিল্যান্ডের ইশ সোধি। তবে রশিদের চেয়ে সেধি পিছিয়ে ৫৯ রেটিং পয়েন্টে।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে মাত্র একটি উইকেট নিলেও টি-টুয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সাতে উঠেছেন মোস্তাফিজুর রহমান। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে সৌম্য সরকার উঠেছেন বিশে।
আকাশ নিউজ ডেস্ক 

























