অাকাশ বিনোদন ডেস্ক:
বলিউডের অভিনেত্রী আয়েশা টাকিয়াকে খুন করার হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে অভিযোগ জানিয়ে তিনি বলেছেন, আমি আতঙ্কিত। অজ্ঞাত কয়েকটি নম্বর থেকে ফোন করে খুনের হুমকি দেওয়া হচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
আয়েশা দাবি করেছেন, ফোনে তার শ্বশুর সমাজবাদী পার্টি নেতা আবু আজমি ও স্বামী ফারহান আজমির কাছেও হুমকি আসছে।
এ অভিযোগ পাওয়ার পর মুম্বাইয়ের কোলাবা পুলিশ বিষয়টির তদন্তে নেমেছে। আয়েশার নিরাপত্তায় তার বাসভবনে পুলিশি পাহাড়া বসানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 






















