ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সরকার গণতন্ত্রের পাশাপাশি দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্তমান সরকার গণতন্ত্রের পাশাপাশি দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে অভিযোগ করে সরকারের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপিপন্থী পেশাজীবীদের সংগঠন সম্মিলিত পেশাজীবী পরিষদের মানববন্ধনে যোগ দিয়ে এই আহ্বান জানান বিএনপি নেতা।

সরকার চক্রান্ত করছে অভিযোগ করে ফখরুল বলেন, ‘এই চক্রান্ত যদি আমরা প্রতিরোধ করতে না পারি ষড়যন্ত্র যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে আমাদের দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে।’

এ সময় দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্ত করার ঘোষণা দেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা একটি ফ্যাসিস্ট শক্তি একটা রাষ্ট্র স্বাধীনতা ধ্বংসকারী শক্তি তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই লড়াইয়ে বেগম খালেদা জিয়া আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং তার মুক্তির জন্য আমাদের সবাইকে রাস্তায় নেমে আসতে হবে, সোচ্চার হতে হবে, প্রতিবাদ করতে হবে এবং আন্দোলন এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই তাকে কারাগার থেকে বের করে আনতে হবে।’

খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে ক্ষমতাসীনরা সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করা হয় মানববন্ধনে। ফখরুল বলেন, ‘তিনি (খালেদা জিয়া) যাতে আাগামী নির্বাচনে অংশ নিতে না পারেন, এ জন্য ষড়যন্ত্রের মাধ্যমে তাকে জেলে ঢুকানো হয়েছে।’

সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি মাহমুদুর রহমান বলেন, ‘দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। এই সরকার রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করছে। প্রশ্ন ফাঁসের মাধ্যমে জাতির মেরুদণ্ড ভেঙে ফেলছে। তাদের কী বিচার উচিত?’

বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আক্তার হোসেন খান প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় নিয়োগ দিচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

সরকার গণতন্ত্রের পাশাপাশি দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে: ফখরুল

আপডেট সময় ০৪:২৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্তমান সরকার গণতন্ত্রের পাশাপাশি দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে অভিযোগ করে সরকারের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপিপন্থী পেশাজীবীদের সংগঠন সম্মিলিত পেশাজীবী পরিষদের মানববন্ধনে যোগ দিয়ে এই আহ্বান জানান বিএনপি নেতা।

সরকার চক্রান্ত করছে অভিযোগ করে ফখরুল বলেন, ‘এই চক্রান্ত যদি আমরা প্রতিরোধ করতে না পারি ষড়যন্ত্র যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে আমাদের দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে।’

এ সময় দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্ত করার ঘোষণা দেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা একটি ফ্যাসিস্ট শক্তি একটা রাষ্ট্র স্বাধীনতা ধ্বংসকারী শক্তি তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই লড়াইয়ে বেগম খালেদা জিয়া আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং তার মুক্তির জন্য আমাদের সবাইকে রাস্তায় নেমে আসতে হবে, সোচ্চার হতে হবে, প্রতিবাদ করতে হবে এবং আন্দোলন এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই তাকে কারাগার থেকে বের করে আনতে হবে।’

খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে ক্ষমতাসীনরা সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করা হয় মানববন্ধনে। ফখরুল বলেন, ‘তিনি (খালেদা জিয়া) যাতে আাগামী নির্বাচনে অংশ নিতে না পারেন, এ জন্য ষড়যন্ত্রের মাধ্যমে তাকে জেলে ঢুকানো হয়েছে।’

সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি মাহমুদুর রহমান বলেন, ‘দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। এই সরকার রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করছে। প্রশ্ন ফাঁসের মাধ্যমে জাতির মেরুদণ্ড ভেঙে ফেলছে। তাদের কী বিচার উচিত?’

বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আক্তার হোসেন খান প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন।