অাকাশ জাতীয় ডেস্ক:
ঠাকুরগাঁও সদর ও পীরগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টাফ অফিসের বেলজার রহমান জানান, সকাল ৮টার দিকে জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষ ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে মারা যান।
অপরদিকে সকাল ৯টার দিকে সদর উপজেলার ২৯ মাইল এলাকায় আলুবোঝাই একটি ট্রাকের সাথে বাবলু এন্টার প্রাইজের একটি নৈশ কোচের সংঘর্ষ হয়।
এতে দুই গাড়ির চালকসহ অন্তত ১০ জন আহত হয়। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত কুমার সেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























