অাকাশ জাতীয় ডেস্ক:
রাঙামাটিতে বন্যহাতির পায়ের নিচে পিষ্ট হয়ে প্রাণহানি ঘটেছে এক কৃষকের। বৃহস্পতিবার ভোরে জেলার সদর উপজেলার জীবতলী চেয়ারম্যানপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কিনা চন্দ্র চাকমা (৬২) বলিরাম চাকমার ছেলে।
বন বিভাগ ও স্থানীয়রা জানান, কিনা চন্দ্র চাকমা পাহাড়ে নিজ বাগানে যাচ্ছিলেন। এ সময় নির্জন স্থানে গেলে একটি বন্যহাতি তার ওপর আক্রমণ করে। ভয়ে পালানোর সময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা তৌফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থল গিয়েছেন।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি সত্যজিৎ বড়ুয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























