অাকাশ জাতীয় ডেস্ক:
ফরিদপুরে ট্রাকচাপায় এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী ওই ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফরিদপুর থেকে দমকল বাহিনীর একটি দল গিয়ে আগুন নেভায়।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেন (৪৭) সদর উপজেলার চাঁনপুর ইউনিয়নের গজারকান্দি এলাকার মৃত সাদেক মোল্লার ছেলে ও কোষা গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন জানান, ওই শিক্ষক মোটরসাইকেলে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন। এ সময় মাটিভর্তি ট্রাক ওই মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
আকাশ নিউজ ডেস্ক 
























