অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বিভিন্ন কারণে ২০১৭ সালে ২১৭ জন কুয়েত প্রবাসী মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ২১৬ জনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর আবদুল লতিফ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশেষজ্ঞরা মনে করেন, নানামুখী চিন্তা কখনো ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার চাপ, ভিসা পরিবর্তনের খরচ জোগাতে হিমশিম খাওয়া, কখনো বা কোম্পানি বন্ধ হয়ে দেশে ফেরার ভয় তাদের পেয়ে বসে। নিদ্রাহীন প্রবাসীরা এসব কারণেই হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগের স্বীকার হয়। এছাড়া পারিবারিক নানা দুশ্চিন্তাও তাদের মৃত্যুর কারণ হতে পারে।
আকাশ নিউজ ডেস্ক 

























