অাকাশ জাতীয় ডেস্ক:
দিনাজপুরের কাহারোলে অধিক মদ্যপানে এক ক্ষুদ্র নৃগোষ্ঠী কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে সরস্বতী পূজার আনন্দ করতে গিয়ে অধিক পরিমাণে দেশীয় মদ্যপানে তার মৃত্যু হয়েছে।
নিহত সরস্বতী মুর্মু (১৬) উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের মোহন মুর্মুর মেয়ে।
সরস্বতীর মা লক্ষ্মী হেম্ব্রম জানান, সরস্বতী পূজায় প্রতিবারের মতো আনন্দ করার জন্য সবার অজান্তে সে অধিক পরিমাণ দেশীয় মদ্যপান করেছিল। মদ্যপান করার কয়েক ঘণ্টা পর সে বাড়ির বারান্দায় লুটিয়ে পড়ে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাহারোল থানার এসআই এরশাদ আলী জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























