অাকাশ জাতীয় ডেস্ক:
পাবনার চাটমোহরে মায়ের ওপর অভিমান করে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার মূলগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বীনা খাতুন (১৩) ওই গ্রামের সারমান হোসেনের মেয়ে ও স্থানীয় চিকনাই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির কাজ করাকে কেন্দ্র করে বীনাকে তার মা বকাঝকা করেন। তারপর থেকেই তার কোনো খোঁজ না পেয়ে ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে বীনার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মায়ের বকুনি খেয়ে সে এমন ঘটনা ঘটিয়েছে বলে স্বজনদের ধারণা।
চাটমোহর থানার ওসি এসএম আহসান হাবীব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























