অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালীতে বেপরোয়া গতির মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদের পানিতে পড়ে ১ জন নিহত হয়।এ ঘটনায় মাইক্রোবাসের অন্য সাতজন আহত হয়।
রোববার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহতের নাম মো. রায়হান শেখ (৪৫)। তার বাড়ি যশোর সদর উপজেলার ভিকুটিয়া গ্রামে।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মো. সাইফুজ্জামান জানান, মাইক্রোবাস থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া কয়েকজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
করিমপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ, উপপরিদর্শক নিজামুল ইসলাম জানান, যশোর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো- চ-৫৬-২০১৮) ওই স্থানে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























