অাকাশ জাতীয় ডেস্ক:
পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি বাড়ির আলমারি থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার অরণকোলা এলাকার একটি বাসা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির বাবাসহ চারজনকে আটক করা হয়েছে। দেড় মাস বয়সী শিশু আতিকা জান্নাত ওই এলাকার ব্যবসায়ী আশরাফুল ইসলামের মেয়ে।
আতিকা শনিবার দুপুর থেকে নিখোঁজ ছিল বলে জানায় তার মা। পরে সন্ধ্যায় বাসার আলমারির ভেতরে তার মরদেহ পাওয়া যায়। ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা, দাদা-দাদিসহ চারজনকে আটক করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























