অাকাশ জাতীয় ডেস্ক:
খুলনা পাবলিক কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানস্থলে ছুরিকাঘাতে ফাওমিদ তানভীর (১৪) নামের ছাত্র নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
নিহত তানভীর পাবলিক স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবার নাম জাহাঙ্গীর হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা পাবলিক কলেজের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তণ ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান চলছিলো। রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা তানভীরের বুকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়।
তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























