অাকাশ জাতীয় ডেস্ক:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাকিভ্যানের চাকায় বোরকা জড়িয়ে এক শিক্ষিকা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার ভালাইপুর-রামনাগর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিনা বেগম (৫৫) উপজেলার গোপালপুর গ্রামের সৃত সুজাত আলীর স্ত্রী ও মাখালডাঙ্গ দিন্যাতপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকা।
দামুড়হুদা থানার ওসি আকরাম হোসেন জানান, বুধবার বিকাল ৪টার দিকে হাসিনা বেগম তার নাতনিকে চুয়াডাঙ্গায় ডাক্তার দেখিয়ে পাকিভ্যানে করে বাড়ি নেয়ার পথে ভালাইপুর-রামনাগর ব্রিজের কাছে পাকিভ্যানের চাকায় বোরকা জড়িয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























