অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কসবা উপজেলার রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক তরুণীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা-পুলিশ। বুধবার দুপুরে উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তরুণীর বয়স ১৮-২০ হতে পারে। তবে পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে রেললাইনের পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা।
রেলওয়ে পুলিশ আরও জানায়, আখাউড়া রেল সেকশনের ঢাকা-চট্টগ্রাম রেলপথের কসবা উপজেলার নোয়াপাড়া এলাকায় রেললাইনের পাশে আগুনে পুড়ে যাওয়া ক্ষতবিক্ষত একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে আখাউড়া রেলওয়ে থানা-পুলিশ ওই লাশ উদ্ধার করে।
রেলওয়ে পুলিশের আখাউড়া সার্কেল সহকারী পুলিশ সুপার মো. পারভেজ আলম চৌধুরী দৈনিক আকাশকে জানান, নিহত ওই তরুণীর হাঁটুর নিচ পর্যন্ত দুটি পা ছাড়া পুরো দেহ আগুনে পুড়ে বিকৃত হয়ে গেছে।
তিনি ধারণা করছেন, তাকে কোথাও হত্যার পর পুড়িয়ে রেললাইনের পাশে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে নিহতের নাম-পরিচয়সহ ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ। লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























