অাকাশ জাতীয় ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিয়ে করতে এসে কাজীসহ বর-কনে এখন পুলিশ হেফাজতে। বাল্য বিবাহ রোধ করতে কনের সহপাঠীদের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিয়ের আসর থেকে তাদেরকে থানায় নিয়ে যায় পুলিশ।
বুধবার দুপুরে নবীনগর পৌর এলাকার উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।
পৌর এলাকার উত্তর পাড়ার আলী আজমের মেয়ে ও নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী দিপার (১৪) সঙ্গে উপজেলার নাটঘর গ্রামের ওয়ালী মিয়ার ছেলে সাদিকুর রহমানের (৩০) বিয়ে হচ্ছিল। দিপার সহপাঠীরা এ বিয়ের খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজীকে অবহিত করেন। পরে তারা বিয়ের আসরে এসে বাধা দেয়।
নবীনগর থানার এসআই মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্কুলছাত্রীদের সহযোগিতায় এই বাল্য বিয়ে বন্ধ করে বর কনেসহ কাজীকে হেফাজতে নেয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























