অাকাশ জাতীয় ডেস্ক:
ফরিদপুরের আলফাডাঙ্গায় এক গৃহবধূকে হত্যার অভিযোগে শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য দুই আসামি ও গৃহবধূর দেবর ও ননদ পলাতক রয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- শ্বশুর আজগার আলী (৬৫), শাশুড়ি রিজিয়া বেগম (৫৫)।
মামলার এজাহারে জানা যায়, নিহত গৃহবধূ হলেন-উপজেলাধীন বুড়াইচ গ্রামে সৌদি প্রবাসী মাসুদ খানের স্ত্রী দুই সন্তানের জননী শরিফা বেগম (৩৩)। গত ৩ জানুয়ারি ভোর ৬টার সময় তাকে নিজ ঘরে আঁড়ার সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকতে দেখা যায়। পরে মাসুদের বাবা থানায় বাদী হয়ে অপমৃত্যু মামলা করেন। পুলিশ শরিফাকে উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠায়।
ময়না তদন্তের রির্পোট থানায় আসলে শরিফার ভাই মঈন তালুকদার বাদী হয়ে শ^শুর-শাশুড়ি ও দেওর হুসাইন (৩০) ও ননদ মনোয়ারা বেগম (৩৫)কে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আলফাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহম্মেদ এর নেতৃত্বে এসআই ইউসুফ আলীসহ পুলিশের একটি টিম শশুর ও শাশুড়িকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ফরিদপুর কোর্টে প্রেরণ করে।
এ বিষয় আলফাডাঙ্গা থানায় হত্যা মামলা হয়েছে। মামলা নং-০৩, তাং-১৫-১-২০১৮ইং। মাসুদ খান গত ১৫/১৬ বছর পূর্বে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রামের সত্তার তালুকদারের কন্যা সরিফা অরফে সুফিয়াকে পারিবারিক ভাবে বিবাহ করেন। সরিফার ছেলে আরাফাত (১২) এবং মেয়ে সাহেরা(৪) এখন তার দাদার বাড়িতে রয়েছে। মাসুদ প্রায় ৫/৬ বছর যাবত সৌদি আরবে রয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























