অাকাশ জাতীয় ডেস্ক:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভাগজোত এলাকায় বালুভর্তি একটি ভটভটির ধাক্কায় আজিজুল নামে এক পথচারী মারা গেছেন। নিহত আজিজুল ভাগজোত নীচ পাড়া গ্রামের মৃত তৈজদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন পদ্মা নদীর বালু নিয়ে একটি ভটভটি ভাগজোত বাজারের দিকে আসছিল। পথে আজিজুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























