অাকাশ জাতীয় ডেস্ক:
দিনাজপুরের কাহারোলে যাত্রীবাহী বাস উল্টে ১৩ যাত্রী আহত হয়েছেন। তাদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নে ঢাকা-পঞ্চগড় সড়কের বটতলা পীরেরমাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. আনোয়ার হোসেন জানান, একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। এতে বাসের ১৩ যাত্রী গুরুতর আহত হন।
বীরগঞ্জ থানার এসআই নরেণ চন্দ্র রায় দৈনিক আকাশকে জানান, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিল শ্যামলী পরিবহনের বাসটি। কাহারোলের মুকুন্দপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
আকাশ নিউজ ডেস্ক 
























