ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

ঢাকা উত্তর সিটিতে তাবিথই বিএনপির প্রার্থী

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে তাবিথ আউয়ালকেই মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার রাত সোয়া ১১টার পর মনোনয়ন বোর্ডের সভাশেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম ঘোষণা করেন।

সোমবার রাত সোয়া ১০টার দিকে খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের দলীয় সিদ্ধান্তের কথা জানান।

এ ব্যাপারে মির্জা ফখরুল বলেন, ‘পাঁচজন প্রার্থী হতে চেয়েছিলেন, তাদের সবাই যোগ্য। তবে আমরা মনে করি, এই নির্বাচনে জয়লাভ করার জন্য তাবিথ যোগ্য প্রার্থী।’ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাবিথ আউয়াল দৈনিক আকাশকে বলেন, তরুণদের বিজয় হয়েছে।

এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে বিএনপির পাঁচ প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। সোমবার তারা দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ফরম জমা দেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ ২০১৫ সালের ঢাকা উত্তর সিটি নির্বাচনে দল সমর্থিত মেয়র প্রার্থী ছিলেন। এবার তাকেই মনোনয়ন দেয়া হলো।

তফসিল অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন উত্তরের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডের সাধারণ ও নারী কাউন্সিলর পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে।

ওই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। যাচাই-বাছাই ২১ ও ২২ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারি। ঢাকা উত্তর সিটি নির্বাচনে আবুল কাশেম ও ঢাকা দক্ষিণে রকিব উদ্দিন মণ্ডলকে রিটার্নিং কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ডিএনসিসি মেয়াদ ২০২০ সালের ১৩ মে ও ডিএসসিসি মেয়াদ একই বছরের ১৬ মে পর্যন্ত রয়েছে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ডিএনসিসির নতুন মেয়র এবং দুই সিটির ৩৬টি নতুন ওয়ার্ডের কাউন্সিলরদের মেয়াদ হবে দুটি সিটি কর্পোরেশনের ওই মেয়াদ থাকা পর্যন্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

ঢাকা উত্তর সিটিতে তাবিথই বিএনপির প্রার্থী

আপডেট সময় ১২:০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে তাবিথ আউয়ালকেই মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার রাত সোয়া ১১টার পর মনোনয়ন বোর্ডের সভাশেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম ঘোষণা করেন।

সোমবার রাত সোয়া ১০টার দিকে খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের দলীয় সিদ্ধান্তের কথা জানান।

এ ব্যাপারে মির্জা ফখরুল বলেন, ‘পাঁচজন প্রার্থী হতে চেয়েছিলেন, তাদের সবাই যোগ্য। তবে আমরা মনে করি, এই নির্বাচনে জয়লাভ করার জন্য তাবিথ যোগ্য প্রার্থী।’ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাবিথ আউয়াল দৈনিক আকাশকে বলেন, তরুণদের বিজয় হয়েছে।

এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে বিএনপির পাঁচ প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। সোমবার তারা দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ফরম জমা দেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ ২০১৫ সালের ঢাকা উত্তর সিটি নির্বাচনে দল সমর্থিত মেয়র প্রার্থী ছিলেন। এবার তাকেই মনোনয়ন দেয়া হলো।

তফসিল অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন উত্তরের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডের সাধারণ ও নারী কাউন্সিলর পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে।

ওই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। যাচাই-বাছাই ২১ ও ২২ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারি। ঢাকা উত্তর সিটি নির্বাচনে আবুল কাশেম ও ঢাকা দক্ষিণে রকিব উদ্দিন মণ্ডলকে রিটার্নিং কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ডিএনসিসি মেয়াদ ২০২০ সালের ১৩ মে ও ডিএসসিসি মেয়াদ একই বছরের ১৬ মে পর্যন্ত রয়েছে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ডিএনসিসির নতুন মেয়র এবং দুই সিটির ৩৬টি নতুন ওয়ার্ডের কাউন্সিলরদের মেয়াদ হবে দুটি সিটি কর্পোরেশনের ওই মেয়াদ থাকা পর্যন্ত।