অাকাশ জাতীয় ডেস্ক:
কুড়িগ্রামের উলিপুরে তীব্র শীতে ঘরের মধ্যে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন হরিমনি দাস (২০) নামের এক প্রসূতি। গুরুতর আহত অবস্থায় তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর মাঝি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর মাঝি পাড়া গ্রামের সবিন্দ্র দাসের স্ত্রী হরিমনি রোববার সন্তান প্রসব করেন। সোমবার সকালের দিকে প্রচণ্ড শীতে ওই প্রসূতি মা ঘরের মধ্যে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারনের সময় তার কাপড়ে আগুন লেগে যায়। তার চিৎকারে পরিবারের লোকজন এসে আগুন নিভিয়ে মা ও বাচ্চাকে উদ্ধারের পর কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করে।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আর এম ও ডা. শাহীনুর রহমান জানান, আগুনে ওই প্রসূতির শরীরের প্রায় ৪৫ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
আকাশ নিউজ ডেস্ক 
























