অাকাশ জাতীয় ডেস্ক:
লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে মোফাজ্জল হোসেন নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ৮৪১ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব-পিলার সীমান্তের ওপার থেকে তাকে আটক করা হয়। আটক মোফাজ্জল বুড়িমারী ইউনিয়নের মুংলীবাড়ী এলাকার হানিফ মিয়ার ছেলে।
বিজিবি জানায়, সকালে মোফাজ্জল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকে পড়েন। এসময় ভারতীয় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের একটি টহল দলের সদস্যরা তাকে আটক করেন।
বিজিবি রংপুর-৬১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুনীরুজ্জামান বলেন, এ ঘটনায় বিএসএফকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























