অাকাশ জাতীয় ডেস্ক:
লালমনিরহাট সদর উপজেলার তিস্তার চর এলাকায় আগুন পোহাতে গিয়ে সুখময়ী নামে এক বৃদ্ধা দগ্ধ হয়ে মারা গেছেন। রবিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুখময়ী সদর উপজেলার তিস্তা চর এলাকার বিশ্বেশর রায়ের স্ত্রী।
রাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোফা জানান, প্রচণ্ড শীতে শনিবার দুপুরে খড় জ্বালিয়ে আগুন পোহানোর সময় দগ্ধ হন সুখময়ী। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























