ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

বাংলাদেশকে বিপদে ফেলে যাইনি: হাথুরু

আকাশ স্পোর্টস ডেস্ক:

সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান অধিনায়ক আসবেন, অনুমান করা গিয়েছিল।পদত্যাগের পর যেভাবে মিডিয়া এড়িয়ে চলেছেন, তাতে ভাবা যায়নি লঙ্কান অফিসিয়াল প্রেস ব্রিফিংয়ে অধিনায়কের পাশের চেয়ারে এসে বসবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।কিন্তু তিনি বসলেন।

এই সময়টার জন্যই তো অপেক্ষায় ছিল বাংলাদেশি মিডিয়া বহর।অসংখ্য প্রশ্ন গিজগিজ করছিল সাংবাদিককের মাথায়।রবিবার শ্রীলঙ্কান দলের প্রেস ব্রিফিংয়ে হাথুরুসিংহকে পেয়ে যেন উজ্জিবীত বিশাল প্রেস বহর।

কিন্তু কোনো প্রশ্নেরই সেভাবে জবাব দিলেন না সাবেক বাংলাদেশ কোচ।২০১৯ পর্যন্ত চুক্তি ছিল আপনার সঙ্গে। কিন্তু আপনি তার ২ বছর আগেই একটি সিরিজের মাঝপথে পদত্যাগ করে দলকে বিপদে ফেলে গেলেন- এমন প্রশ্নে হাথুরুর দু’কথায় উত্তর,‘ আমি তা মনে করি না। বাংলাদেশকে বিপদে ফেলছি- এমন হলে আমি যেতাম না।’

পেশাদার কোচ হিসেবে সিরিজের মাঝপথে পদত্যাগ কতটুকু যৌক্তিক? এমন প্রশ্নে শ্রীলঙ্কান কোচ বললেন,‘আমার পেশাদারী দায়িত্ব নিয়ে বা বিসিবির সঙ্গে কীভাবে সব কিছু করেছি- তা নিয়ে খুব বেশি গভীরে যেতে চাই না। আগেও করিনি, এখনও করবো না। এই প্রশ্নের উত্তর তাই দিতে পারছি না।’

সাকিবেদের ছেড়ে গেলেও বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়েছেন হাথুরু। বললেন,‘আমি এখনও চাই বাংলাদেশ ভালো করুক। ক্রিকেটারদের শুভকামনা জানাই। ওদের সঙ্গে অনেক ঘনিষ্ঠ ছিলাম, খুব ভালো জানাশোনা হয়ে গিয়েছিল। আমি চাই ওরা অনেক সাফল্য বয়ে আনুক। একইভাবে চাই শ্রীলঙ্কা ভালো করুক।’

এক সময় ছিলেন বাংলাদেশের কোচ। এখন আপনার সেই দলই প্রতিপক্ষ। ব্যাপারটা আপনার কাছে কতটা আবেগের? এখানেও হাথুরুর পরিপক্ক জবাব,‘খানে সাড়ে তিন বছর ছিলাম। সেখান থেকে নিশ্চয়ই জানেন আমি আবেগী নই। আবেগ তাই খুব বেশি স্পর্শ করে না আমাকে।’

সৌম্য সরকারের প্রতি তার আলাদা টান ছিল। মনে করা হয়ে থাকে, খারাপ করার পরও সৌম্যের দলে টানা জায়গা পাওয়ার মূলে ছিলেন কোচ। এই কথাটা মাথায় রেখেই একজন প্রশ্ন ছুড়ে দেন- বাংলাদেশ দলে আপনার বিশেষ প্রিয় কোনো শিষ্য..?

হাথুরুর জবাব,‘ বাংলাদেশ দল মানে একজন-দু’জন ক্রিকেটার নয়। আরও অনেক ভালো ক্রিকেটার আছে। ৫জন ক্রিকেটার না থাকলেও তারা পারফর্ম করতে পারে। আমার প্রিয় বলে কেউ ছিল না। তবে যখন কেউ পারফর্ম করে, তখনই সে আমার প্রিয়। বিষয়টা এভাবেই দেখি। বাংলাদেশ তাই একজন-দু’জন ক্রিকেটারের দল নয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে বিপদে ফেলে যাইনি: হাথুরু

আপডেট সময় ১১:৩৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান অধিনায়ক আসবেন, অনুমান করা গিয়েছিল।পদত্যাগের পর যেভাবে মিডিয়া এড়িয়ে চলেছেন, তাতে ভাবা যায়নি লঙ্কান অফিসিয়াল প্রেস ব্রিফিংয়ে অধিনায়কের পাশের চেয়ারে এসে বসবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।কিন্তু তিনি বসলেন।

এই সময়টার জন্যই তো অপেক্ষায় ছিল বাংলাদেশি মিডিয়া বহর।অসংখ্য প্রশ্ন গিজগিজ করছিল সাংবাদিককের মাথায়।রবিবার শ্রীলঙ্কান দলের প্রেস ব্রিফিংয়ে হাথুরুসিংহকে পেয়ে যেন উজ্জিবীত বিশাল প্রেস বহর।

কিন্তু কোনো প্রশ্নেরই সেভাবে জবাব দিলেন না সাবেক বাংলাদেশ কোচ।২০১৯ পর্যন্ত চুক্তি ছিল আপনার সঙ্গে। কিন্তু আপনি তার ২ বছর আগেই একটি সিরিজের মাঝপথে পদত্যাগ করে দলকে বিপদে ফেলে গেলেন- এমন প্রশ্নে হাথুরুর দু’কথায় উত্তর,‘ আমি তা মনে করি না। বাংলাদেশকে বিপদে ফেলছি- এমন হলে আমি যেতাম না।’

পেশাদার কোচ হিসেবে সিরিজের মাঝপথে পদত্যাগ কতটুকু যৌক্তিক? এমন প্রশ্নে শ্রীলঙ্কান কোচ বললেন,‘আমার পেশাদারী দায়িত্ব নিয়ে বা বিসিবির সঙ্গে কীভাবে সব কিছু করেছি- তা নিয়ে খুব বেশি গভীরে যেতে চাই না। আগেও করিনি, এখনও করবো না। এই প্রশ্নের উত্তর তাই দিতে পারছি না।’

সাকিবেদের ছেড়ে গেলেও বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়েছেন হাথুরু। বললেন,‘আমি এখনও চাই বাংলাদেশ ভালো করুক। ক্রিকেটারদের শুভকামনা জানাই। ওদের সঙ্গে অনেক ঘনিষ্ঠ ছিলাম, খুব ভালো জানাশোনা হয়ে গিয়েছিল। আমি চাই ওরা অনেক সাফল্য বয়ে আনুক। একইভাবে চাই শ্রীলঙ্কা ভালো করুক।’

এক সময় ছিলেন বাংলাদেশের কোচ। এখন আপনার সেই দলই প্রতিপক্ষ। ব্যাপারটা আপনার কাছে কতটা আবেগের? এখানেও হাথুরুর পরিপক্ক জবাব,‘খানে সাড়ে তিন বছর ছিলাম। সেখান থেকে নিশ্চয়ই জানেন আমি আবেগী নই। আবেগ তাই খুব বেশি স্পর্শ করে না আমাকে।’

সৌম্য সরকারের প্রতি তার আলাদা টান ছিল। মনে করা হয়ে থাকে, খারাপ করার পরও সৌম্যের দলে টানা জায়গা পাওয়ার মূলে ছিলেন কোচ। এই কথাটা মাথায় রেখেই একজন প্রশ্ন ছুড়ে দেন- বাংলাদেশ দলে আপনার বিশেষ প্রিয় কোনো শিষ্য..?

হাথুরুর জবাব,‘ বাংলাদেশ দল মানে একজন-দু’জন ক্রিকেটার নয়। আরও অনেক ভালো ক্রিকেটার আছে। ৫জন ক্রিকেটার না থাকলেও তারা পারফর্ম করতে পারে। আমার প্রিয় বলে কেউ ছিল না। তবে যখন কেউ পারফর্ম করে, তখনই সে আমার প্রিয়। বিষয়টা এভাবেই দেখি। বাংলাদেশ তাই একজন-দু’জন ক্রিকেটারের দল নয়।’