অাকাশ জাতীয় ডেস্ক:
পাবনার ঈশ্বরদীতে পানিতে ডুবে আদিব ও আরাফাত নামের দেড় বছরের দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত দুই সহোদর উপজেলার কলেজপাড়া গ্রামের মো. বিপ্লব হোসেনের জমজ দুই ছেলে।
এলাকাবাসী ও নিহতদের পারিবার জানায়, প্রতিদিনের মতো রবিবার বিকালে আদিব হোসেন ও আরাফাত হোসেন বাড়ির পাশে খেলাধুলা করছিল। খেলতে খেলতে একসময় পুকুরের পানিতে পড়ে যায় তারা। পরিবারের সদস্যরা তাদের অনেক খোঁজাখুজি করেও পাননি। সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে দুই ভাইয়ের মৃতদেহ ভেসে উঠে। পরে পুকুর থেকে তুলে তাদের ঈশ্বরদী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হাসনা হেনা জানান, হাসপাতালে আনার আগেই দুই সহোদরের মৃত্যু হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























