অাকাশ জাতীয় ডেস্ক:
বগুড়ার শেরপুরের কয়েকদিনের শৈত্য প্রবাহের ফলে তীব্র শীতে মোজাম ফকির (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার খামারকান্দি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মোজাম ফকির উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি পূর্বপাড়া গ্রামের মৃত এজার আলী ফকিরের ছেলে। তিনি দিনমজুর ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, শীত নিবারনের তেমন কোনো গরম কাপড় না থাকায় তীব্র শীতে রোববার সকাল ৭ টার দিকে হঠাৎ করে মাটিতে পড়ে সেখানেই তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব জানান,শীতের গরম কাপড় বরাদ্ধের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























