অাকাশ জাতীয় ডেস্ক:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় কাবুল হোসেন নামে এক মাদক বিক্রেতার লাশ পা বাধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহত কাবুল হোসেন উপজেলার পাকুড়িয়া দহপাড়া গ্রামের আজিতুল্লাহ্ মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকার একটি সরিষা ক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে কাবুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান জানান, কাবুল হোসেন মাদক বিক্রেতার সাথে জড়িত ছিল। মাদক বিক্রি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত কাবুলের নামে দৌলতপুর থানায় দুটি অস্ত্র মামলা রয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে। তবে, পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
আকাশ নিউজ ডেস্ক 
























