অাকাশ জাতীয় ডেস্ক:
সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে গর্ত ধসে স্বপন মিয়া নামে এক শ্রমিক মারা গেছেন। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার কালাইরাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন মিয়ার বাড়ি রংপুরে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান খান জানান, কালাইরাগ এলাকার আলী হোসেনের মালিকানাধীন গর্তে পাথর তুলছিলেন কয়েকজন শ্রমিক। ১০ ফুটের বেশি গর্ত করে পাথর উত্তোলন বেআইনি হলেও ২০-৩০ ফুট গভীর গর্ত করে পাথর তুলছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ গর্ত ধসে পড়লে ঘটনাস্থলে মারা যান স্বপন।
এ ঘটনায় আহত হয়েছেন এক নারী শ্রমিক। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। গর্ত মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























