অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মধ্য আমেরিকার দ্বীপদেশ হন্ডুরাসের মালিকানাধীন দুর্গম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রিখটার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
মঙ্গলবার আটলান্টিক স্ট্যান্ডার্ড সময় রাত ১০টা ৫৮ মিনিটে শক্তিশালী এ ভূমিকম্প.আঘাত হানে। ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করে প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র।
সতর্কতা কেন্দ্র জইনয়েছে- পুয়ের্তো রিকো, ইউএস ভার্জিন আইল্যান্ডস ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।
সতর্ক বার্তায় বলা হয়েছে, ‘মানুষের জীবন, নিরাপত্তা ও সম্পদ রক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া উচিত’।
আকাশ নিউজ ডেস্ক 

























