ঢাকা ১১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি আ’লীগের লক্ষ্য বাস্তবায়ন করছেন যা দুঃখজনক: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, রাষ্ট্রপতি আওয়ামী লীগের লক্ষ্য বাস্তবায়ন করছেন। গণতন্ত্র সুরক্ষায় তার ভূমিকা দুঃখজনক।

সোমবার দুপুরে রাজধ‌ানীর নয়াপল্টনে বিএন‌পির কার্যালয়ে এক যৌথ সভা শে‌ষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এ অভিযোগ করেন। এর আগে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে আট দিনের কর্মসূচি পালনের পরিকল্পনা ঘোষণা করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সম্পূর্ণ দখলদারিত্ব কায়েম করে গায়ের জোরে ক্ষমতায় টিকে আছেন প্রধানমন্ত্রী। বিনা ভোটের সরকার গঠন করে আবারও অনৈতিক পথে হাঁটছেন। গত কয়েক দিনে আবারও আমাদের নেতাকর্মীদের গ্রেফতার শুরু করেছে। এমতাবস্থায় সুষ্ঠু নির্বাচনের কোনো আলামত দেখছি না আমরা।’

প্রধানমন্ত্রীর সমালোচনা করে ফখরুল বলেন, ‘এ কয়েকদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে যে অশালীন বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ রাজনৈতিক শিষ্টাচারবর্জিত। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় বিএনপিকে কোনো গণতান্ত্রিক কর্মকাণ্ডে অংশ নিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন ফখরুল। রাষ্ট্রপতির সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্রপতি আওয়ামী লীগের দলীয় লক্ষ্য পূরণ করছেন। কার্যালয় থেকে যা বলা হয়, তা-ই তিনি পাঠ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় নিয়োগ দিচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

রাষ্ট্রপতি আ’লীগের লক্ষ্য বাস্তবায়ন করছেন যা দুঃখজনক: ফখরুল

আপডেট সময় ০৮:৫০:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, রাষ্ট্রপতি আওয়ামী লীগের লক্ষ্য বাস্তবায়ন করছেন। গণতন্ত্র সুরক্ষায় তার ভূমিকা দুঃখজনক।

সোমবার দুপুরে রাজধ‌ানীর নয়াপল্টনে বিএন‌পির কার্যালয়ে এক যৌথ সভা শে‌ষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এ অভিযোগ করেন। এর আগে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে আট দিনের কর্মসূচি পালনের পরিকল্পনা ঘোষণা করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সম্পূর্ণ দখলদারিত্ব কায়েম করে গায়ের জোরে ক্ষমতায় টিকে আছেন প্রধানমন্ত্রী। বিনা ভোটের সরকার গঠন করে আবারও অনৈতিক পথে হাঁটছেন। গত কয়েক দিনে আবারও আমাদের নেতাকর্মীদের গ্রেফতার শুরু করেছে। এমতাবস্থায় সুষ্ঠু নির্বাচনের কোনো আলামত দেখছি না আমরা।’

প্রধানমন্ত্রীর সমালোচনা করে ফখরুল বলেন, ‘এ কয়েকদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে যে অশালীন বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ রাজনৈতিক শিষ্টাচারবর্জিত। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় বিএনপিকে কোনো গণতান্ত্রিক কর্মকাণ্ডে অংশ নিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন ফখরুল। রাষ্ট্রপতির সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্রপতি আওয়ামী লীগের দলীয় লক্ষ্য পূরণ করছেন। কার্যালয় থেকে যা বলা হয়, তা-ই তিনি পাঠ করেন।