ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জোর করে ক্ষমতায় থাকা আ.লীগের জেনেটিক সমস্যা: খ. মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগের জেনেটিক প্রবলেম হলো তারা যখনই ক্ষমতায় আসে জোর করে ক্ষমতায় বহাল থাকতে চায়।’

রবিবার দুপু‌রে জাতীয় প্রেসক্লাবে এক প্র‌তিবাদ সভায় প্রধান অতি‌থির বক্তব্যে এসব কথা ব‌লেন তিনি।‌বিএনপিপন্থী কৃষিবিদদের সংগঠন এগ্রিকাল‌চা‌রিস্টস অ্যা‌সো‌সি‌য়েশন অব বাংলা‌দেশ (এ্যাব) প্র‌তিবাদ সভাটি আ‌য়োজন করে।

শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হবে না- এমন প্রত্যয় ব্যক্ত করে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, ‘যত চেষ্টা যত ষড়যন্ত্রই করা হোক না কেন, নির্দলীয় সরকারের দাবি আদায় করেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বিএনপি।’

জনগণের সমর্থন রয়েছে বলে সরকার চার বছর ক্ষমতায় টিকে আছে- দলীয় এক বৈঠকে প্রধানমন্ত্রীর দেয়া এই বক্তব্যেল কথা তুলে ধরে মোশাররফ বলেন, ‘প্রশ্ন হলো তিনি (প্রধানমন্ত্রী) কোন জনগণের কথা বলেছেন, কোন নির্বাচনের কথা বলেছেন। যে নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, যে নির্বাচনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সেই নির্বাচন? প্রধানমন্ত্রী তাদের দলীয় সভায় জনগণকে বিভ্রান্ত করতে অসত্য বক্তব্য দিয়েছেন বলে দাবি করেন মোশাররফ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, ‘জনগণই যদি আওয়ামী লীগকে ভোট দিয়ে থাকে তাহলে সংসদ ভেঙে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে এত ভয় কেন?’ প্রধানমন্ত্রীর উদ্দেশে মোশাররফ হোসেন বলেন, ‘বারবার জনগণকে ধোঁকা দেয়া যাবে না। জনগণের সঙ্গে প্রতারণা করা যাবে না। আগামী নির্বাচন হতে হবে সংসদ ভেঙে নির্দলীয় সরকারের অধীনে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করে রাখতে বাংলাদেশকে গভীর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘এক-এগারোর সেনাসমর্থিত সরকারের প্রেক্ষাপট ছিল মাইনাস বেগম খালেদা জিয়া। আজ আওয়ামী লীগ সরকার ওই ধারাবাহিকতায় বিএনপিকে দুর্বল করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির সর্বস্থরের নেতাকর্মীদের দমন করে রাখতে ভিত্তিহীন মামলায় নাজেহাল করছে।’

মূলত এর মধ্য দিয়ে শেখ হাসিনা অলিখিত বাকশালের মাধ্যমে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাইছেন বলে সন্দেহ করেন মোশাররফ।

৫ জানুয়ারি বিএনপিকে সমাবেশ করতে না দেয়ার সমালেচনা করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এক দেশে দুই আইন চলতে পারে না। যানজটের অজুহাতে আমাদের সভা-সমাবেশ করতে দেয়া হয় না। অথচ অথচ আওয়ামী লীগ বেশ কয়েক জায়গায় সভা-সমাবেশ করেছে। এটা চলতে পারে না।’

আ‌য়োজক সংগঠ‌নের আহ্বায়ক কৃ‌ষি‌বিদ আনোয়ারুন নবী মজুমদার বাবলার সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জা‌হিদ হো‌সেন, চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা আব্দুস সালাম, সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী, ‌শে‌রে বাংলা কৃ‌ষি‌ বিশ্ব‌বিদ্যালয় সাদা দ‌লের সভাপ‌তি কৃ‌ষি‌বিদ র‌ফিকুল ইসলাম, ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় নিয়োগ দিচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

জোর করে ক্ষমতায় থাকা আ.লীগের জেনেটিক সমস্যা: খ. মোশাররফ

আপডেট সময় ০৮:৩০:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগের জেনেটিক প্রবলেম হলো তারা যখনই ক্ষমতায় আসে জোর করে ক্ষমতায় বহাল থাকতে চায়।’

রবিবার দুপু‌রে জাতীয় প্রেসক্লাবে এক প্র‌তিবাদ সভায় প্রধান অতি‌থির বক্তব্যে এসব কথা ব‌লেন তিনি।‌বিএনপিপন্থী কৃষিবিদদের সংগঠন এগ্রিকাল‌চা‌রিস্টস অ্যা‌সো‌সি‌য়েশন অব বাংলা‌দেশ (এ্যাব) প্র‌তিবাদ সভাটি আ‌য়োজন করে।

শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হবে না- এমন প্রত্যয় ব্যক্ত করে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, ‘যত চেষ্টা যত ষড়যন্ত্রই করা হোক না কেন, নির্দলীয় সরকারের দাবি আদায় করেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বিএনপি।’

জনগণের সমর্থন রয়েছে বলে সরকার চার বছর ক্ষমতায় টিকে আছে- দলীয় এক বৈঠকে প্রধানমন্ত্রীর দেয়া এই বক্তব্যেল কথা তুলে ধরে মোশাররফ বলেন, ‘প্রশ্ন হলো তিনি (প্রধানমন্ত্রী) কোন জনগণের কথা বলেছেন, কোন নির্বাচনের কথা বলেছেন। যে নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, যে নির্বাচনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সেই নির্বাচন? প্রধানমন্ত্রী তাদের দলীয় সভায় জনগণকে বিভ্রান্ত করতে অসত্য বক্তব্য দিয়েছেন বলে দাবি করেন মোশাররফ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, ‘জনগণই যদি আওয়ামী লীগকে ভোট দিয়ে থাকে তাহলে সংসদ ভেঙে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে এত ভয় কেন?’ প্রধানমন্ত্রীর উদ্দেশে মোশাররফ হোসেন বলেন, ‘বারবার জনগণকে ধোঁকা দেয়া যাবে না। জনগণের সঙ্গে প্রতারণা করা যাবে না। আগামী নির্বাচন হতে হবে সংসদ ভেঙে নির্দলীয় সরকারের অধীনে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করে রাখতে বাংলাদেশকে গভীর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘এক-এগারোর সেনাসমর্থিত সরকারের প্রেক্ষাপট ছিল মাইনাস বেগম খালেদা জিয়া। আজ আওয়ামী লীগ সরকার ওই ধারাবাহিকতায় বিএনপিকে দুর্বল করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির সর্বস্থরের নেতাকর্মীদের দমন করে রাখতে ভিত্তিহীন মামলায় নাজেহাল করছে।’

মূলত এর মধ্য দিয়ে শেখ হাসিনা অলিখিত বাকশালের মাধ্যমে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাইছেন বলে সন্দেহ করেন মোশাররফ।

৫ জানুয়ারি বিএনপিকে সমাবেশ করতে না দেয়ার সমালেচনা করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এক দেশে দুই আইন চলতে পারে না। যানজটের অজুহাতে আমাদের সভা-সমাবেশ করতে দেয়া হয় না। অথচ অথচ আওয়ামী লীগ বেশ কয়েক জায়গায় সভা-সমাবেশ করেছে। এটা চলতে পারে না।’

আ‌য়োজক সংগঠ‌নের আহ্বায়ক কৃ‌ষি‌বিদ আনোয়ারুন নবী মজুমদার বাবলার সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জা‌হিদ হো‌সেন, চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা আব্দুস সালাম, সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী, ‌শে‌রে বাংলা কৃ‌ষি‌ বিশ্ব‌বিদ্যালয় সাদা দ‌লের সভাপ‌তি কৃ‌ষি‌বিদ র‌ফিকুল ইসলাম, ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা প্রমুখ।