অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের রাজধানী দিল্লিতে সড়ক দুর্ঘটনায় ৪ অ্যাথলেট নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। হতাহতরা সবাই ভারোত্তোলন খেলোয়াড়। রোববার ভোরে দিল্লি থেকে পানিপথে যাওয়ার পথে দিল্লি-চণ্ডিগড় মহাসড়কের আলীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হরিশ, টিঙ্কু ও সুরাজ। নিহত অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের মধ্যে একজন ভারোত্তোলনে বিশ্বচ্যাম্পিয়ন স্বাক্ষম যাদব, অন্যজনের নাম বালি। তাদের উত্তর-পশ্চিম দিল্লির শালিমারবাগ ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাক্ষম গত বছর মস্কোয় অনুষ্ঠিত ভারোত্তোলন বিশ্বকাপে একটি ক্যাটাগরিতে ভারতের হয়ে শিরোপা অর্জন করেন।
আকাশ নিউজ ডেস্ক 

























