অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকার ধামরাইয়ে একটি পরিত্যক্ত বেভারেজ কারখানার ভেতর থেকে দুই নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে অপর এক নিরাপত্তাকর্মীকে। শনিবার বিকেলে শ্রীরামপুরের মীর মোশারফ আলীর মালিকানাধীন সুইডিস বেভারেজ নামের ওই কারখানার ভেতর পাওয়া যায় মরদেহ দুইটি।
স্থানীয় সুলতানা ইসলাম ও চৌকিদার হরিপদ জানান, শনিবার ভোরে কারখানার নিরাপত্তাকর্মী বালা মোল্লার চিৎকারে স্থানীয়রা রাজা ও শহীদুল্লাহ নামে দুই নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ বিকালে মরদেহ উদ্ধার করে।
ওই কারখানাটিতে রাজা, শহীদুল্লাহ ও বালা মোল্লা নামে তিন নিরাপত্তাকর্মী কারখানার মালামাল ও স্থান পাহারা দিতেন। প্রথম অবস্থায় কারখানাটিতে পানি প্রস্তুত করলেও পরবর্তীতে পানি প্রস্তুত করা হত। এরপর অনেকদিন ধরে কারখানাটি পরিত্যক্ত অবস্থায় ছিল।
ধামরাই থানার উপ-পরিদর্শক মলয় কুমার বলেন, কারখানাটির দুই নিরাপত্তাকর্মী হত্যার ঘটনায় অপর নিরাপত্তাকর্মী বালা মোল্লাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হবে বলেও আশা করছেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























